Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ৩ অক্টোবর ২০২২

বৃষ্টি মাথায় নিয়েই প্রতিমা দর্শনে মানুষের উপচে পড়া ভিড়

মহেশ্বরী পূজা মন্ডপ, মৌলভীবাজার। ছবি- হেলাল আহমেদ

মহেশ্বরী পূজা মন্ডপ, মৌলভীবাজার। ছবি- হেলাল আহমেদ

আজ সোমবার (৩ অক্টোবর) মহা অষ্টমী তিথি। সাধারণ পূজার এই দিনটি থেকে মন্ডপগুলোতে বাড়তে থাকে মানুষের চাপ। মৌলভীবাজারে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও মন্ডপে মন্ডপে থামেনি মানুষের ঢল। স্থানীয়রাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা মানুষ বৃষ্টি মাথায় নিয়েই ঘুরছেন মন্ডপ থেকে মন্ডপে।

সোমবার দুপুরের পর সরেজমিনে শহরের মন্ডপগুলো ঘুরে দেখা যায় বৃষ্টিতে ভিজেই মানুষ আসছেন মন্ডপে প্রতিমা, পূজা দেখতে। বড়লেখা, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ীসহ বিভিন্ন জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসে ভিড় করছেন ত্রিনয়নী শিববাড়ি, আবাহন, মহেশ্বরীসহ বিভিন্ন মন্ডপে।

তবে আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ত্রিনয়নী শিববাড়ি মন্ডপের কিছু অংশে কাঁদা জমে যাওয়া চলাফেরা করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবু ভিড় আছে মানুষের। পূজামন্ডপকে ঘিরে বসা মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সী শিশু-কিশোররা। অনেকেই আবার পরিবার নিয়ে বহুদূর থেকে এসেছেন মৌলভীবাজারে পূজা দেখতে।

কুলাউড়া উপজেলার কাদিপুরের শিববাড়িতে এবার পাথরের তৈরি প্রায় ২৩ ফুট উঁচু তপ্তকাঞ্চন বর্ণের সহস্রভুজা দুর্গা প্রতিমা স্থাপিত হয়ে পূজিত হচ্ছেন। অনেকেই মৌলভীবাজারের মন্ডপগুলো দেখে চলে যাচ্ছেন সেখানে। আজকের দিনে কাদিপুর শিববাড়িতে প্রচুর মানুষের সমাগম ঘটে।

এদিকে অন্যান্য বছরের ন্যায় এবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এই কুমারী পূজাটি অনুষ্ঠিত হয়। এবছর দেবী দুর্গার রুদ্রানী নামে পূজা করা হয় ১১ বছরের মেয়ে নন্দিনী চক্রবর্তী অর্পাকে।

নন্দীনি চক্রবর্তী শ্রীমঙ্গল উপজেলার বনগ্রামের নুপুর চক্রবতী ও অনুরাধা চক্রবর্তীও মেয়ে। সে একটি স্কুলে ৪র্থ শ্রেনীতে পড়ে।

সোমবার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে দেখা যায়, কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে পূজিত কুমারী শিশুটিকে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারী মন্দিরে বসানো হয়।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আশু রঞ্জন দাস জানান, জেলায় এবার ১ হাজার ৬টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ মধ্যে সদরে ১০৯টি, বড়লেখায় ১৫১টি, জুড়িতে ৭২টি, কুলাউড়ায় ২১৮টি, কমলগঞ্জে ১৬০টি, রাজনগরে ১২৯টি ও শ্রীমঙ্গলে ১৬৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্দিরে সব ধর্মের মানুষ নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মনিটরিং রয়েছে। প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
 
পুলিশ সুপার আরও বলেন, ‘সার্বিক পরিস্থিতি মোকাবিলায় এবং আনন্দঘন পূজা উদযাপন আমরা সচেষ্ট রয়েছি।’

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়