Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ১ অক্টোবর ২০২২

শ্রীমঙ্গলে পূজা মন্ডপে সন্দেহভাজন একজন আটক, পাগল বলছে পুলিশ

শহরের সবুজবাগ পূজা মন্ডপে আটক ব্যক্তি

শহরের সবুজবাগ পূজা মন্ডপে আটক ব্যক্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূজা মন্ডপে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় একজনকে আটক করে পুলিশে দিয়েছে মণ্ডপের সেচ্ছাসেবক দল। যদিও শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির আইনিউজকে জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। আটকের সময় ওই ব্যক্তির কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস সদৃশ্য কিছু কিট উদ্ধার করেছেন স্থানীয়রা।

গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের সবুজবাগ সার্বজনীন পূজা মন্ডপে ওই ব্যক্তিকে আটক করার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর  খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার পিয়াস দাশ এসে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

মেম্বার পিয়াশ দাশ জানান, ওই ব্যক্তি কখনো তার বাড়ির ঠিকানা বলেছেন শ্রীমঙ্গলের কালীঘাট রোড, কখনো সিলেট কখনো ঢাকা বলে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। তার নাম এখনো ঠিকভাবে জানা যায়নি।

জানা যায়, আটক ওই ব্যক্তি শ্রীমঙ্গলের সবুজবাগ সার্বজনীন পূজা মন্ডপে সন্দেহ জনকভাবে ঘুরাঘুরি করছিলেন। মন্ডপের সেচ্ছাসেবকদের চোখে পড়লে তারা তাকে আটক করে স্থানীয় স্থানীয় ওয়ার্ড মেম্বারকে ডেকে এনে তার হাতে তোলে দেন। পরে তিনি ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে তোলে দেন।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনিউজকে বলেন, সবুজবাগ পূজা মন্ডপে একজনকে আটক করা হয়েছে। কিন্তু সে মানসিক ভারসাম্যহীন। নাম, ঠিকানা কিছুই ঠিক করে বলতে পারছে না। একেক সময় একেক কথা বলছে।

মো. হুমায়ুন কবির বলেন, জিজ্ঞাসাবাদের পর আমরা তাকে স্থানীয় কিছু লোককে নিয়ে ট্রেনে তোলে দিয়েছিলাম। কিন্তু সে আবার শ্রীমঙ্গলের ফিরে এসেছে। বর্তমানে ওই ব্যক্তি পুলিশের হেফাজতে আছে বলে জানান ওসি। 

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়