Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২২

জগন্নাথপুর থেকে নিখোঁজ তরুণী শ্রীমঙ্গলে উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে নিখোঁজ এক তরুণীকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে উদ্ধারকৃত ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আটককৃত যুবকদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাকৃতরা হচ্ছেন জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেন (২৮)।

আরও পড়ুন- ইউক্রেনের শক্তিশালী প্রতিরোধ, ৩৫০০ রুশ সেনা নিহত

এ ঘটনায় অপহৃত মেয়ের পিতা ধিরাজ বিশ্বাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানা পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের ধিরাজ বিশ্বাসের ১৭ বছর বয়সী মেয়েকে গত ১৮ ফেব্রুয়ারি একই এলাকার গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনা পুলিশকে জানানো হলে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুর রহমান শুক্রবার ভোরে শ্রীমঙ্গল উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে একটি বাসা থেকে উদ্ধার করে।

এ সময় অপহরণ ও ধর্ষণের অভিযোগে বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের জালালীয়া উত্তর সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- মৌলভীবাজার জেলা খেলাঘরের আহ্বায়ক কমিটি গঠন 

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, অপহরণ করে মেয়েটিকে জাকির হোসেন তার পরিচিত কামাল মিয়ার বাড়িতে নিয়ে রাখে। আমারা মেয়েটিকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। 

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়