বিনোদন ডেস্ক
আপডেট: ২১:৩৭, ২ আগস্ট ২০২২
সন্তানের আগমনের অপেক্ষায় রাজ ও পরীমণি
অনাগত সন্তানের ব্যবহারের জন্য প্রায় সবকিছুরই ব্যবস্থা করে ফেলেছেন রাজ ও পরী।
চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের ঘর আলোকিত করে আসবে ফুটফুটে সন্তান। অনাগত সন্তানের অপেক্ষায় আপাতত সিনেমার কাজ থেকে দূরে আছেন পরী। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঠিকই নজরে আছেন তিনি।
এরই মধ্যে অনাগত সন্তানের ব্যবহারের জন্য প্রায় সবকিছুরই ব্যবস্থা করে ফেলেছেন। গায়ের জামা থেকে শুরু করে জুতা, ডায়াপারসহ একটি শিশুর জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করে রেখেছেন দম্পতি। সেটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি এই তারকাজুটি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, জামা থেকে শুরু করে নবজাতকের যা কিছু প্রযোজন, সব কিছুই বিছিয়ে রেখেছেন তারা। পাশে অর্ধশায়িত পরীমণি শরিফুল রাজের গায়ে হেলান দিয়ে দুজনেই নবজাতকের জন্য কেনা জিনিসগুলোর দিকে তাকিয়ে আছেন। তাদের চোখে মুখে অনন্দমাখা হাসি।
সেই পোস্টের ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘তার আসার আয়োজন...।’ পরীমণির সেই পোস্টে তার ভক্ত-শুভকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন।
অভিনেত্রী এলিনা শাম্মি লিখেছেন, ‘আসুক, দুনিয়ায় আলো আসুক।’
নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক অনেক শুভ কামনা’।
তুরান মুনসি লিখেছেন, ‘সারা জীবন মানুষের বাচ্চার জন্য গিফট কিনেছেন আজ নিজেদের বাচ্চার জন্য আনন্দের অনুভূতি।’
রেজওয়ান আলম হীরা লিখেছেন, ‘আহা...তার আসা খুব সহজ আর সুন্দর হোক....। মঙ্গল কামনা করছি আগামী প্রতি মুহূর্তের....।’
এর আগে রবিবার (৩১ জুলাই) পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পরী তাকে ‘মা’ বলেই সম্বোধন করেন। তিনি পরীর জন্য নানান পদের খাবার রান্না করে নিয়ে যান। পরম আদরে নিজ হাতে পরীর প্লেটে খাবার তুলে দেন।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, একটি সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের