Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

সিলেট

প্রকাশিত: ১৮:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩

সিলেটের ওসমানী মেডিকেলে অজ্ঞাত ব্যক্তির লাশ

ওসমানী মেডিকেলের আউটডোরের সামনে পড়েছিল মৃতদেহটি। ছবি- সংগৃহীত

ওসমানী মেডিকেলের আউটডোরের সামনে পড়েছিল মৃতদেহটি। ছবি- সংগৃহীত

সিলেটের এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়ার খবর মিলেছে। হাসপাতালের আউটডোরের সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে তার নাম, মৃত্যুর কারণ কিছুই নিশ্চিত করে জানতে পারেনি পুলিশ। কেউ কেউ বলছেন, মেডিকেল কলেজের হাসপাতাল এলাকায় পাগল নামে পরিচিত ছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে এ ঘটনা ঘটে। এসময় হাসপাতালের কর্মচারীরা এক ব্যক্তির মৃতদেহ আউটডোরে পড়ে থাকতে দেখে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপরে ওসমানী পুলিশ বক্স অফিচার ইনচার্জ জুয়েল চৌধুরী সিলেটভিউকে জানান, ব্যাক্তিটি বেশ কয়েকদিন ধরে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় ঘোরাঘুরি করতো এবং সেখানেই থাকতো। প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন। আজ সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তার বয়স ৫২ বছর। বর্তমানে লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল তার ময়নাতদন্ত করা হবে। 

লাশটির পরিচয় কারো জানা থাকলে ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের পুলিশ বক্সে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

(যোগাযোগের জন্য পুলিশ বক্স ইনচার্জ জুয়েল চৌধুরী, মোবাইল 01320067574)

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়