Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১০:১৪, ২৯ মে ২০১৯
আপডেট: ১০:১৭, ২৯ মে ২০১৯

বিএনপির রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

আইনিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত এ আসনে আর কোনো প্রার্থী না থাকায় এবং মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম। দু’এক দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ২১ মে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়েছিল এবং তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদে বিএনপির একমাত্র সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে তিনি প্রতিনিধিত্ব করবেন। এসএ/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়