Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ৭ জুলাই ২০২২

এবার পর্দায় একসঙ্গে আসছেন সালমান-শাহরুখ

ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। গত শনিবার রাতে বিগ বস-১৪ এর “উইকেন্ড কে বার” পর্বে সালমান খান নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

সালমান খান জানান, বিগ বস ১৪ এর শুটিং শেষ করে তিনি “পাঠান” ছবির শুটিং শুরু করবেন। এরপর “টাইগার থ্রি” ও “কভি ঈদ কভি দিওয়ালি” ছবির কাজ শুরু করবেন।  

সালমান খান ও শাহরুখ খান এর আগে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এর মধ্যে  “করন অর্জুন”, “কুচ কুচ হোতা হ্যায়”, “হাম তুমহারে হে সনম” উল্লেখযোগ্য। 

সর্বশেষ ২০১৮ সালে পরিচালক আনন্দ এল রাই এর ছবি “জিরো”তে সালমন খান ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। ওই ছবিতে মূখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান। “পাঠান” ছবিতেও সালমান খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।

এদিকে, শাহরুখ খান ইতোমধ্যে “পাঠান” ছবির শুটিং শুরু করেছেন। এই সিনেমার শুটিংয়ের বেশিরভাগ ছবিতে তাকে লম্বা চুলে দেখা গেছে। “পাঠান” ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করেছেন ওয়াইআরএফ। এতে আরও অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম।

সালমান খানকে পরবর্তীতে দেখা যাবে “রাধে : ইওর মোস্ট ওয়ান্টেট ভাই” ছবিতে দিশা পাটানি ও জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ