Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ অক্টোবর ২০২২

কোন আইন না ভেঙেই মা হয়েছেন নয়নতারা

অভিনেত্রী নয়নতারা

অভিনেত্রী নয়নতারা

নয়নতারা বলছেন তিনি কোনো আইন ভাঙেননি। ৬ বছর আগেই তাদের আইনি বিয়ে হয়েছিল। তাদের সন্তানের মা, তাদেরই এক আত্মীয়া। তাই কোনোভাবেই দেশের সারোগেসি আইনের বিরুদ্ধে গিয়ে তারা কোনো কাজ করেননি।

প্রমাণ সমেত রাজ্য সরকারকে জানিয়ে দিল দক্ষিণের তারকা দম্পতি নয়নতারা-ভিগনেশ শিবান।

গত জুনেই আনুষ্ঠানিক বিয়ে করেন অভিনেত্রী নয়নতারা ও পরিচালক ভিগনেশ শিবান। বিয়ের ৪ মাসের মাথায় যমজ সন্তানের বাবা-মা হওয়ার সুখবর শোনান তারকা দম্পতি। আর মা হওয়ার কারণে ঘোর বিপদে পড়েন জনপ্রিয় অভিনেত্রী।

গত কয়েকমাসে অন্তঃসত্ত্বা হওয়ার কোনো চিহ্নই দেখা যায়নি অভিনেত্রীর শরীরে। সন্তান দত্তকও তারা নেননি। তাই স্পষ্ট বোঝা যায়, সারোগেসির মাধ্যমেই বাবা-মা হয়েছেন ভিগনেশ ও নয়নতারা। তাতেই বিপত্তি।

২০২১-এ আনা আইন অনুসারে এ দেশে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনো দম্পতি সারোগেসি সাহায্য নিতে পারেন। আর তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

বিষয়টি নিয়ে তারকা দম্পতির কাছে জবাবদিহি চায় তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দপ্তর। অবশেষে সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে মুখ খুললেন নয়নতারা ও ভিগনেশ।

জানা যাচ্ছে, স্বাস্থ্য দপ্তরের কাছে এফিডেভিট দিয়ে নয়নতারা ও ভিগনেশ জানিয়েছেন, এ বছর জুন মাসে তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান হলেও রেজিস্ট্রেশন হয়েছিল ৬ বছর আগে। এফিডেভিটের সঙ্গে রাজ্য সরকারের কাছে বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটও জমা দেন তারকা দম্পতি। জানান, তাদের সন্তানের সারোগেট মাদার তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়া। যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। তাই কোনোভাবেই তারা আইনের বাইরে গিয়ে কাজ করেননি।

ভারতের সারোগেসি আইন অনুসারে, সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে গেলে দম্পতির বিবাহিত জীবন কমপক্ষে ৫ বছরের হতে হবে। স্ত্রীর বয়স ২৫-৫০ বছরের মধ্যে আর স্বামীর বয়স হতে হবে ২৬-৫৫ বছরের মধ্যে। দম্পতিকে নিঃসন্তান হতে হবে এবং 'সারোগেট মাদার'- অবশ্যই যেন তাঁদের কোনো আত্মীয়া হন, যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। তাই দেখা যাচ্ছে, তারকা দম্পতি দেশের সমস্ত নিয়ম মেনেই বাবা-মা হয়েছেন।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর সোশাল মিডিয়ায় মাধ্যমে সকলকে সুখবর দেন তারকা দম্পতি। ভিগনেশ শিবান লেখেন, 'নয়ন ও আমি বাবা-মা হয়েছি। ঈশ্বরের আশীর্বাদে আমাদের যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা ও আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদেই এই সুখবর এসেছে। এরা দুজনে একসঙ্গে আমাদের কাছে এসেছে। আমাদের উইর এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবেই কাম্য।'
সূত্র : বলিউডলাইফ ডটকম

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ