তথ্য প্রযুক্তি ডেস্ক
নিজস্ব যোগাযোগ মাধ্যম চালু করবেন ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প
উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে দেয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় তিন প্ল্যাটফর্ম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম। ১২ ঘণ্টা পর টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেও পরবর্তীতে আবার বন্ধ করে দেয়।
এমন পরিস্থিতিতে নিজস্ব কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্প টুইট করে বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম এটা ঘটবে। আমরা আরও অনেক সাইটের সঙ্গে কথা বলছি, দ্রুত বড় ঘোষণা আসবে। অদূর ভবিষ্যতে আমরা নিজেদের একটি মাধ্যম তৈরিতেও নজর দিচ্ছি। চুপ থাকব না।’
এই টুইট করেও ছাড় পাননি ট্রাম্প। মিনিট দুয়েকের মধ্যে ডিলিট করে দেয় টুইটার। এতটুকু সময়েই অনেক সাংবাদিক স্ক্রিনশট রাখতে সক্ষম হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের আগে থেকে রীতিমতো সরব ট্রাম্প। টুইটার বিষয়টি আঁচ করতে পেরে আগেভাগে কঠোর সিদ্ধান্ত নেয়। ভোট শুরু হওয়ার কয়েক মাস আগেই ট্রাম্পের ভুয়া পোস্টগুলোতে ল্যাবেল জুড়ে দেয়া হয়। তাদের দেখাদেখি ফেসবুকও একই কাজ করে।
এ ব্যাপারে মার্ক জাকারবার্গ বৃহস্পতিবার জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ট্রাম্প পোস্ট করতে পারবেন না।
আইনিউজ/এসডিপি
- করোনা বিস্তার রোধে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু
- ৩০ মিনিটে এনআইডির অসুন্দর ছবি বদলানো যাবে
- যে ছবি সোশ্যাল মিডিয়ায় তুলল ঝড়
- করোনায় চিকিৎসায় পালস অক্সিমিটার এর কাজ কি?
- বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করল জাপান
- ফেসবুকে এলো নতুন ফিচার ‘অ্যাভাটার’
- নতুন আইফোনে থাকছে না চার্জার-ইয়ারফোন!
- গ্রামীণফোন গ্রাহকদের উন্নত সেবা প্রদানে নিয়ে এলো VoLTE
- যে আটটি কারণে ফোন দেরিতে চার্জ হয়
- লাখের অধিক মানুষ ডাউনলোড করেছে ‘করোনা ট্রেসার বিডি’