Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ১১ নভেম্বর ২০২১

ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনছে গুগল

স্যামসাং, হুয়াওয়ের পর এবার ফোল্ডিং বা ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। সব ঠিক থাকলে আগামী বছরের যে কোনো সময়ে গ্রাহকরা এ ফোন পাবেন।

গুগলের ভাঁজ করা স্মার্টফোনের কোড নেম রাখা হয়েছে ‘পিপিট’। ৭.৬ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে গুগলের ভাঁজ করা স্মার্টফোনটি। গুগলের পিক্সেল ৫ মডেলের স্মার্টফোনের মতোই এ ফোনেও থাকবে ১২.২ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে ভাঁজ করা ফোনটিতে পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো মডেলে ব্যবহৃত উচ্চ প্রযুক্তির ক্যামেরা সুবিধা থাকছে না।

ধারণা করা হচ্ছে, ভাঁজ করা এ স্মার্টফোনে থাকতে পারে ডুয়েল সেলফি ক্যামেরা। যার মধ্যে একটি এক্সটার্নাল পর্দায় থাকবে, যা ফোনটি ভাঁজ  করা অবস্থায় থাকলেও কাজ করবে। পাশাপাশি অন্যটি কাজ করবে ফোন আনফোল্ডেড অবস্থায়। 

এর আগে ধারণা করা হয়েছিল, গুগল পিক্সেল ৬ স্মার্টফোনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো ভাঁজ করা ফোন বাজারে ছাড়ার তারিখ জানাবে। তবে সে সময়ে এমন কিছু জানানো হয়নি।

“isPixel2022Foldable” বিষয়টি নিয়ে যখন আলোচনা শুরু হয় তখনই নিশ্চিত হওয়া যায় এ ব্যাপারে। এর আগে একই ভাবে ২০১৯ সালে পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল বাজারে ছাড়ার আগে “IsPixel2019” নামের একটি আলোচনা ছিল, যা সত্যি হয়েছিল। তবে এখনো গুগল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

 আগামী বছরের প্রথম অংশে গুগল অ্যান্ড্রয়েড ১২এল উন্মুক্ত করতে যাচ্ছে যা অ্যান্ড্রয়েড ১২ চালিত হবে। আর এ ডিভাইসের পরেই ভাঁজ করা স্মার্টফোন বাজারে উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করছেন টেক গবেষকরা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়