তথ্য প্রযুক্তি ডেস্ক
ইউটিউবে এলো নতুন ফিচার

ইউটিউব সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি ওয়েব সাইট। এই সাইটে পৃথিবীর সব ধরনের ভিডিওই দেখতে পাওয়া যায়। শুধুমাত্র সার্চ করলেই হল। সারা পৃথিবী চলে আসবে একেবারে আপনার হাতের মুঠোয়।
সম্প্রতি ইউটিউব নতুন একটি সেবা এনেছে। ইউটিউব অ্যান্ড্রয়েড এ ট্রান্সক্রিপশনে এসেছে এই নতুন আপডেট। ফলে ব্যবহারকারীরা এবার ভিডিও দেখার পাশাপাশি অডিও লিখিত আকারে দেখতে পারবেন। আগে এই সুযোগটি শুধুমাত্র ডেস্কটপ ভার্সনের জন্য ছিল। এবার অ্যান্ড্রয়েড ভার্সনে চালু হলো।
নতুন আপডেট অনুসারে ব্যবহারকারী কোনো ভিডিওর অডিও লিখিত আকারে দেখতে পারবেন। অর্থাৎ গান বা ডায়লগ থাকলে ট্রান্সক্রিপশন অপশনের মাধ্যমে দেখা যাবে। শুধু তাই নয়, ট্রান্সক্রিপশন অপশনের মাধ্যমে অটো জেনারেটেড ট্রান্সলেশন হয়ে যাবে। অর্থাৎ কোনো অডিও বাংলায় থাকলেও তা ইংরেজিতে ট্রান্সলেশন হয় ট্রান্সক্রিপশন অপশনে দেখা যাবে।
কী আপডেট আনা হয়েছে?
এতদিন পর্যন্ত কোনো ট্রান্সক্রিপশন অপশনটি শুধুমাত্র ডেস্কটপের জন্যই চালু ছিল। কিন্তু এখন থেকে এই অপশনটি মোবাইল অ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদিও এখনও ওই অপশনটি মোবাইল অ্যাপে দেখা যায়নি।
অন্যদিকে আরো একটি অপশন যোগ করা হয়েছে। যদি ট্রান্সক্রিপশনে কোনো ভুল থাকে অথবা ট্রান্সক্রিপশন স্ক্রিপ্টে কোনো নির্দিষ্ট শব্দ বা লাইন যোগ করতে ইচ্ছুক হন তাহলেও সেক্ষেত্রেও তা সম্ভব।
তবে সব ভিডিওর ক্ষেত্রেই যে ট্রান্সক্রিপশন অপশন দেখা যাবে এমনটা নয়। ভিডিও ক্রিয়েটর যদি আপলোড করে তবেই ট্রান্সক্রিপশনে দেখা যাবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- করোনা বিস্তার রোধে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু
- ১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- ৩০ মিনিটে এনআইডির অসুন্দর ছবি বদলানো যাবে
- যে ছবি সোশ্যাল মিডিয়ায় তুলল ঝড়
- যে আট কারণে ফোন দেরিতে চার্জ হয়
- করোনায় চিকিৎসায় পালস অক্সিমিটার এর কাজ কি?
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- তথ্য-প্রযুক্তিতে অনন্য সম্মান বয়ে আনায় অভ্যর্থনা
- গ্রামীণফোন গ্রাহকদের উন্নত সেবা প্রদানে নিয়ে এলো VoLTE
- বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করল জাপান