Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৪, ২৩ নভেম্বর ২০২৩

শাবি কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের সংগঠন ‘কর্মচারী ইউনিয়ন শাবিপ্রবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শাবি কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ছাদেক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. কবির হোসেন পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান। খেলাধুলা মানব জীবনে অনেক উপকারিতা এনে দেয়। এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি, সমস্ত বয়সের লোকদের মধ্যে কাজ করার আগ্রহ, দক্ষতা ও দৃঢ় আত্মবিশ্বাস তৈরি করে। নিয়মিত খেলাধুলার পাশাপাশি আপনারা আপনাদের দায়িত্ব কখনো অবহেলা করবেন না। সকলেই নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে কাজ করবেন।

কর্মচারীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে উপ-উপচার্য বলেন, কর্মচারীদের আমি খুব ভলোবাসি। আপনাদের যে কোন যৌক্তিক দাবিতে যে কেউ আমার কাছে আসবেন আমি সর্বদা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. মুর্শেদ আহমদ। অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়ন শাবিপ্রবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় একশতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়