Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ১ ডিসেম্বর ২০২০

করোনায় আক্রান্ত ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ। দেশটির বর্তমান সরকারের মুখপাত্র মার্কো মিলিচ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত দুই দিন আগে প্লেনকোভিচের স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর তাদের দুজনকেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। গত সোমবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আন্দ্রেই প্লেনকোভিচ আবারও করোনা টেস্ট করান। পরে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এখন ভালো অনুভব করছেন। তিনি বাসভবন থেকেই দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবং চিকিৎসক ও মহামারি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত ক্রোয়েশিয়াতে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮ হাজার ৪৪২ জন। আর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৬ জন। সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৫ হাজার ১৯৯ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ