Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩৬, ৭ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রে বয়স ১৮ হলেই নেয়া যাবে করোনার ভ্যাকসিন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার শনাক্ত এবং মৃত্যুতে বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র। সংক্রমণ প্রতিরোধে দেশটিতে চলছে ভ্যাকসিন কার্যক্রম। এতদিন পর্যন্ত শুধু বয়স্কদেরই টিকা দেয়া হচ্ছিল দেশটিতে। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন প্রাপ্ত বয়স্ক সকলেই আগামী দুই সপ্তাহ নাগাদ কোভিড-১৯ এর টিকা নিতে পারবে।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে মঙ্গলবার বাইডেন বলেন, ১৮ বছরের বেশি বয়সী সকলেই আগামী ১৯ এপ্রিল থেকে টিকা নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এর আগে এই সময়সীমা ছিল ১ মে।

বাইডেন আরও বলেন, আমাদের টিকাদান কর্মসূচি খুব জোরেশোরেই চলছে। ভ্যাকসিন পাওয়ার নিয়ম নীতি আমরা সহজ করছি।

তিনি বলেন, আমরাই বিশ্বে প্রথম ১৫ কোটি লোককে টিকা দিতে পেরেছি। এছাড়া ৬ কোটি ২০ লাখ লোককে দুটি ডোজই দেওয়া হয়েছে।

বাইডেনের ১৯ এপ্রিল সময়সীমার অর্থ যারা টিকা নিতে চান তাদের জন্য এর মধ্যে বয়স, স্বাস্থ্য ও অন্যান্য শর্তাদি তুলে নেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত ক্যালিফোর্নিয়া টিকা দেওয়ার এ অগ্রগতি বজায় থাকলে আগামী ১৫ জুন নাগাদ সবকিছু খুলে দেবে। রাজ্যের গভর্নর গেভিন নিউসম এ কথা জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি  ১৫ লাখ ৬০ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ৫ লাখ ৭০ হাজার ২৬০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪১ লাখ ২২ হাজার ২২১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়