Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শ্যামলাল গোঁসাই

প্রকাশিত: ২২:৩৭, ৩ এপ্রিল ২০২২
আপডেট: ২২:৩৯, ৩ এপ্রিল ২০২২

কবিতা

গোল বৈঠকে তোমার টিপ

গোল বৈঠকে তোমার টিপ

শ্যামলাল গোসাই 

গোপনে তোমার ওই টিপ নিয়ে লিখেছি পদ্য কতো
সে কেবল জানতে তুমি-ই 
আর জানতো কাঁঠালতলার ওই মিহি ঘাসগুলো 
যে মখমলি আসনে ঘন হয়ে বসে অবাক হয়ে দেখেছি তোমার টিপ
হারিয়ে গেছি কতোবার তোমার ওই যুগল ভ্রু'র মাঝখানে
সেসব শুধু তুমি জানতে, আর
জানতো ওই মিহিগুলো ঘাসগুলো।

একদিন তোমার কপালের যে টিপ ছিলো আমার একান্তই ব্যক্তিগত 
আজ তা হয়েছে রাষ্ট্রীয় এজেন্ডা
একদিন যা ছিলো শুধুই আমাদের গোপন প্রেমের চিহ্ন
তা আজ হয়ে গেছে পত্রিকার খবর
বারো বাজারে তেরোজনের আলোচ্য বিষয় আজ তোমার ওই  টিপ।

নতুন পদ্য হচ্ছে, হচ্ছে টকশো, হাতাহাতি, মারামারি 
গলাবাজি, মিছিল, মিটিং কতোকিছু
ভরা মজলিসে ফতোয়া দিচ্ছেন পিরান পড়া গম্ভীরমুখো মাওলানা
সব হচ্ছে তোমার ওই টিপের জন্য!

মেহেরুণ
তোমার টিপ নিয়ে রাষ্ট্রীয় মহলে আজ বৈঠক হয়
তর্ক হয়, বিতর্ক হয়
হবে হয়তো আরও বহুকিছু, 
কেননা, তোমার কপালের ওই টিপ এখন বড়ই মূল্যবান

ভাবছি, আবার যখন ঘন হয়ে বসবো দুজনে 
আরেকটু গভীরভাবে দেখবো 
প্রেম ছাড়া আর কী আছে ওই টিপে
যা নিয়ে তুলকালাম চারিদিকে আজ?

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়