Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৭ মে ২০২৩

আবারও বাড়ছে তাপমাত্রা, বয়ে যাচ্ছে দাবদাহ 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের আবহাওয়ায় আবারও বাড়ছে গরমের তাপমাত্রা। খুলনা ও রাজশাহী বিভাগে দাবদাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকাতেও ফিরে এসেছে তাপপ্রবাহ। এক দিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। আরো ১০ জেলায় একই ধরনের উত্তাপ তৈরি হয়েছে। 

আজ রোববার (৭ মে) দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মে মাসে গরম ও ঝড়বৃষ্টি একই সঙ্গে চলে। তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আজ গরম বাড়তে পারে।

দাবদাহের পাশাপাশি ঝড়বৃষ্টিও থেমে নেই। গতকাল শনিবার বিকেলে রাজধানীতে আকাশ কালো করে মেঘ জমে। বৃষ্টি হয় প্রায় আধা ঘণ্টা ধরে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার দাপটে রাস্তায় চলাচল করা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে অনেককে কাকভেজা হয়ে বাসায় ফিরতে হয়। অবশ্য এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা গরমের মধ্যে কাটাতে হয় ঢাকাবাসীকে।

দেশের আরো ১০ জেলায় ঝড়বৃষ্টি হওয়ার তথ্য আবহাওয়া অধিদফতরের রেকর্ডে উঠে এসেছে। ঝড়বৃষ্টি আজও দেশের অনেক এলাকায় হতে পারে। দিনের বড় সময় জুড়ে গরম থাকার পর বিকেলের দিকে এই ঝড়বৃষ্টি শুরু হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর, তা এখনো বহাল আছে। আগামী দু–এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ