আপডেট: ০৬:৩১, ৪ মার্চ ২০২০
করোনা আক্রান্তদের সেবা করতে চীনে যেতে চান বাংলাদেশি চিকিৎসক
ঢাকা: করোনা ভাইরাসের চীনের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা করতে চান বাংলাদেশি চিকিৎসক সাইয়েদা জেরিন ইমাম। তিনি ঢাকাস্থ চীন দূতাবাসে গিয়ে একটি চিঠির মাধ্যমে তার এই আগ্রহের কথা দূতাবাসের কর্মকর্তাদের জানিয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশে চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে জেরিনের চিঠির বিষয়টি জানানো হয়।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকের ওই পোস্টে লেখা হয়েছে, ঢাকায় চীনা দূতাবাসে একজন বিশেষ অতিথি এসেছিলেন। তিনি সৈয়দা জেরিন ইমাম, অপরূপা এক বাংলাদেশি তরুণী। তিনি দূতাবাসে এসে এখানকার কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি আবেদনপত্র জমা দিয়েছেন।
আবেদনপত্রে জেরিন লিখেছেন, আমাকে উহানে যেতে এবং সেখানে প্রতিকূল অবস্থায় থাকা মানুষদের সহায়তা করার সুযোগ দিন। তিনি যাতে চীনের হুবেই প্রদেশের উহান শহরে যেতে পারেন সে বিষয়ে তিনি চীন দূতাবাসের কাছে সাহায্য কামনা করছেন।
বর্তমানে বাংলাদেশি এই চিকিৎসক চীনের জিনান প্রদেশের শানডং বিশ্ববিদ্যালয় পিএচইডি করছেন।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের