আই নিউজ ডেস্ক
আপডেট: ১৫:৪৩, ২৮ জানুয়ারি ২০২৩
‘সম্প্রতি দেশে ঢুকা রোহিঙ্গাদের বের করে দেয়া হবে’

মিয়ানমার থেকে আর একজন রোহিঙ্গাকেও সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। একই সঙ্গে সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছে, তাদের বের করে দেওয়া হবে বলেও জানান মোমেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্নারের (এনসিডি) উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহণের নির্দেশ দিয়ে বলেন, কাজটি দ্রুত শুরু করতে হবে। কারণ, সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আন্তরিক।
হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের, বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে। অবদান রাখবে এনসিডি ইউনিটও।
ড. মোমেন বলেন, দ্বিতীয় ওসমানী হাসপাতাল হলে সিলেটবাসীর চিকিৎসাসেবা সহজলভ্য হবে। অনেকে বিদেশে চিকিৎসার জন্য যান। তাঁদের আর যেতে হবে না।
বিদেশে চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কম টাকায় মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।
উদ্বোধনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া, মেডিকেল কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ ডা. মইনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী, সাবেক বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমাংশু লাল রায়, হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের