Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে আজ দেশে রাষ্ট্রীয় শোক

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে তুরস্ক-সিরিয়ার প্রতি সমবেদনা জানিয়ে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এ ছাড়া নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি)  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আজ রাষ্ট্রীয়ভাবে সারাদেশে শোক পালনের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন।

উল্লেখ্য,  স্থানীয় সময় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এতে তুরস্ক-সিরিয়ার এসব অঞ্চলে বিপর্যয় নেমে এসেছে।

এ পর্যন্ত তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে বিপর্যয়কর ভূমিকম্পে মোট ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। তাছাড়া জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আশঙ্কা করছে ভূমিকম্পের এ ঘটনায় অন্তত কয়েক হাজার শিশু মারা গেছে! যদিও উদ্ধার কাজ শেষ না গেলে তা সঠিক করে বলা যাচ্ছে না। 

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়