Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা পৌঁছেছেন আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী, খোলা হবে দূতাবাস 

বিমানবন্দরে সান্তিয়াগোগে স্বাগত জানান ড. আব্দুল মোমেন। ছবি- সংগৃহীত

বিমানবন্দরে সান্তিয়াগোগে স্বাগত জানান ড. আব্দুল মোমেন। ছবি- সংগৃহীত

দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো। আজ (২৭ ফেব্রুয়ারি) সকাল আটটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সান্তিয়াগো। 

সোমবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান। সান্তিয়াগো কাফিয়ারোর এ সফরে ঢাকায় আবারও আর্জেন্টিনার দূতাবাস খোলা হবে বলে জানা গেছে। 

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর। বৈঠক শেষে একটি নৈশভোজেও অংশ নেবেন তিনি।

সান্তিয়াগো কাফিয়ারোর সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে হবে আলোচনা।

ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়