Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ৭ মার্চ ২০২৩

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ : ৮ জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক

দুর্ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি- সংগৃহীত

দুর্ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি- সংগৃহীত

গুলিস্তানের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল চারটা পঞ্চাশ মিনিটের দিকে গুলিস্তানের সৈয়দ নজরুল ইসলাম সরণির পাশের সাত তলা একটি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন  ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। 

ফায়ার সার্ভিস জানিয়েছে মূলত ভবনটির নিচতলায় এ বিস্ফোরণ ঘটেছে। এর প্রভাব দ্বিতীয় তলাতেও পড়েছে। ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোরে ব্রাক ব্যাংকের অফিস রয়েছে।

এদিকে বিস্ফোরণের পরপরই রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ নানাভাবে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়