Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১১ মার্চ ২০২৩

বিএনপি কর্মসূচি দিলে আওয়ামী লীগ পাহারা দেয় : আব্বাস  

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ছবি- সংগৃহীত

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ছবি- সংগৃহীত

বিএনপি যে কয়বার নির্বাচনে এসেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচনে ভয় পায় না। 

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আগে শুনতাম পার্শবর্তী দেশে এক পিস-দুই পিস মাংসের টুকরা বিক্রি হয়। আজকে পত্রিকায় দেখলাম ডিপার্টমেন্টাল স্টোরে গ্রাম হিসেবে মাংস বিক্রি হয়। এটা আমার জীবনে শুনিনি। আমাদের দেশে হালি হিসেবে মুরগি বিক্রি করা হতো। দেশটাকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের কর্মসূচি দিলে আওয়ামী লীগ পাহারা দেয়। কাকে পাহারা দেয়। বিএনপিকে পাহারা দেয়। এদিকে দেশটাকে লুটে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলেই গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা কোনো অপরাধ করি না, তারপরও আমাদের ওপর জুলুম করা হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকে ডলার সংকটে দেশের অনেক কিছু বন্ধ হয়ে গেছে। সরকার দেশটাকে রসতলে নিয়ে গেছে।’

আই নিউজ/এইচএ 

 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়