Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২১ মার্চ ২০২৩

ফিরে যাচ্ছে রাশিয়ার সেই জাহাজটি

রাশিয়ার পতাকাবাহী সেই জাহাজ। ছবি- সংগৃহীত

রাশিয়ার পতাকাবাহী সেই জাহাজ। ছবি- সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য বহনকারী রাশিয়ার সেই পতাকাবাহী জাহাজ উরসা মেজর বঙ্গোপসাগর ছাড়ার প্রস্তুতি নিয়েছে। 

গতকাল সোমবার (২০ মার্চ) বিকেলে জাহাজটি বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা ছেড়ে আটলান্টিক মহাসাগরের কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিস্ক সমুদ্রবন্দরে যাওয়ার গন্তব্য ঠিক করেছে।

এপ্রিলের ১৪ তারিখ জাহাজটির সেখানে পৌঁছানোর কথা রয়েছে। তাৎক্ষণিক জাহাজের অবস্থান শনাক্ত সংক্রান্ত গ্লোবাল শিপ ট্র্যাকিং ইন্টেলিজেন্স মেরিন ট্রাফিক ওয়েবসাইট থেকে ২০ মার্চ রাতে জানা গেছে এ তথ্য।

এর আগে উরসা মেজর রূপপুরের পণ্য নিয়ে গত ২৪ ডিসেম্বর মোংলায় পৌঁছানোর কথা ছিল। তবে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানায়, ওই জাহাজটি আসলে ‘উরসা মেজর’ নয়। এটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা-৩’।

রং ও নাম বদলে তাদের নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজটি রূপপুরের পণ্য নিয়ে বাংলাদেশে আসছে। যাচাই করে বাংলাদেশ বিষয়টি নিশ্চিত হয়ে জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে দেয়। ততদিনে বঙ্গোপসাগরে প্রবেশ করে ফেলেছে উরসা মেজর।

বাংলাদেশে পণ্য খালাস করতে না পেরে ভারতের বঙ্গোপসাগরসংলগ্ন বন্দরে খালাসের চেষ্টা চালায় জাহাজটি। সেখানেও ব্যর্থ হয়। এরপর বেশ কিছু দিন ভারতের বন্দরে অবস্থান করে। সেখানে পণ্য খালাস না করতে পারলেও জাহাজটির নাবিকদের প্রয়োজনীয় রসদ এবং জাহাজের বাঙ্কারিং সুবিধা দেয় ভারত।

আই নিউজ/এইচএ 


Eye News YouTube Channel : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়