আই নিউজ ডেস্ক
আপডেট: ১৬:৩১, ২১ মার্চ ২০২৩
রমজানে সব মসজিদে একভাবে খতমে তারাবিহ পড়ার আহ্বান

হাত গুণে আর দুদিন পরেই বাংলাদেশে শুর হচ্ছে পবিত্র রমজান মাস। আর রমজানে দেশের সব মসজিদে একইভাবে তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রমজানের প্রথম ছয় দিনে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, খতম তারাবিহতে এভাবে কোরআন পড়লে ২৬ রমজান দিবাগত রাতে অর্থাৎ, পবিত্র শবে কদরে কোরআন খতম করা সম্ভব হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়।
এর ফলে যাদেরকে একেক সময় একেক মসজিদে নামাজ পড়তে হয় তাঁদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন। তাই এবারের রমজান মাসে দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই অভিন্ন নিয়মে খতম তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ পবিত্র শাবান মাসের ২৮ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে বুধবার (২২ মার্চ) ভোর রাতে সাহ্রি খেতে হবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম রোজা হবে বাংলাদেশে। শাবান মাস ৩০ দিনে হলে আগামী বৃহস্পতিবার ভোর রাতে সাহ্রি খেতে হবে। সে ক্ষেত্রে আগামী শুক্রবার প্রথম রোজা হবে বাংলাদেশে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের