Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ১৯ ডিসেম্বর ২০২৩

জামিনে মুক্ত ইভ্যালির সিইও রাসেল

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল।ছবি- সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল।ছবি- সংগৃহীত

সব মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইভ্যালির আন্দোলন সমন্বয়ক নাসির উদ্দিন ও ইভ্যালির আইনি দলও এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ রাসেলের জামিন প্রসঙ্গে ইভ্যালি ফ্যানস ক্লাবের অ্যাডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ বলেন, ইভ্যালির গ্রাহক-মার্চেন্ট দুই বছর ধরে অপেক্ষা করেছেন তার জামিনের জন্য। গত বছর চেয়ারম্যানের জামিনে কিছুটা স্বস্তি পেলেও গ্রাহক-মার্চেন্ট অপেক্ষা করেছেন সিইও’র মুক্তির জন্য। এখন গ্রাহক-মার্চেন্টের দাবি, মোহাম্মদ রাসেলকে দ্রুত ইভ্যালির ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়া হোক। 

তিনি ইভ্যালির গ্রাহকদের উদ্দেশে বলেন, এখন আমাদের জন্য ধৈর্যের পরীক্ষা। আমরা সবাই একসঙ্গে সহযোগিতা করলে ইভ্যালি আবারও আগের মতো ঘুরে দাঁড়াবে। মনে রাখতে হবে, ইভ্যালির দেনা রাসেল দম্পতি ছাড়া অন্য কেউ পরিশোধ করবে না কিংবা করতে পারবেও না। এজন্য ইভ্যালিকে সঠিক ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়