Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ৩১ ডিসেম্বর ২০২৩

বিএনপির রিজভীকে খুঁজছে ডিবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে। তাকে খুঁজে পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। 

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। উনি হুটহাট বের হয়ে প্রায়ই দেশবিরোধী কথা বলেন। এসব কথা রাষ্ট্রবিরোধী। তাকে খুঁজে পেলেই গ্রেপ্তার করা হবে।’

বিএনপির এই নেতাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা দেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন?’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়