Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ৩ সেপ্টেম্বর ২০২৪

বুধবার থেকে পূর্ণাঙ্গ সেবা দিবে দেশের সব হাসপাতাল 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামীকাল বুধবার থেকে দেশের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দেওয়া হবে। আগের মতোই স্বাভাবিকভাবে চলবে হাসপাতালের চিকিৎসা সেবা। এমন কথাই জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। 

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ তথ্য জানান হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ।

চিকিৎসক আব্দুল আহাদ বলেন, আমাদের দাবি অনুযায়ী হাসপাতাল প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেছে। দোষীদের গ্রেপ্তার করেছে। তাই চিকিৎসকদের কর্মসূচি স্থাগিত করা হয়েছে। কাল থেকে হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা।

এর আগে বলা হয়, আজ (মঙ্গলবার) থেকে সীমিত পরিসরে দেশের সব হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসাসেবা দেওয়া হবে। হাসপাতালের অন্যান্য সেবাও সীমিত পরিসরে চালু থাকবে। এ ছাড়া রোগীদের যাতে অসুবিধা না হয়, সে জন্য চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না।

আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট) আবদুল আহাদ বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোরে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি সব হাসপাতালে সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চলবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ