আই নিউজ ডেস্ক
কেমন থাকবে সোমবারের আবহাওয়া?
প্রতীকী ছবি
দেশের অধিকাংশ জায়গায় বর্তমানে স্থল গভীর নিম্নচাপের প্রভাবে ঝরছে বৃষ্টি। কোথাও ঝিরিঝিরি বৃষ্টি আর অনেক জায়গায় হয়েছে ভারী বর্ষণ। এমন অবস্থা রোববার সারাদিন অব্যাহত ছিল। যদিও সিলেটে রোববার তেমন বৃষ্টিপাত হয়নি।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়ায় অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সোমবার বিকেলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। বৃষ্টির কারণে এখন তাপমাত্রা অনেকটাই কমে গেছে। বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। আগামীকাল হতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
অধিদপ্তরের তথ্য মতে, রোববার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় ১৬১ মিলিমিটার, বরিশালে ১২৯ মিলিমিটার। খুলনা বিভাগের সব অঞ্চলেই ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার কুমারখালী মোংলায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির দেখা মিলেছে রংপুর ও রাজশাহী বিভাগেও।
ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর ও গোপালগঞ্জে সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ৭৮ মিলিমিটার।
এদিকে, রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান করছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের