Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২৩ মে ২০২২
আপডেট: ১৯:৩৪, ২৩ মে ২০২২

শ্রীমঙ্গলে ৫ম বারের মত ডিম দিল অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি অজগর ৫ম বারের মতো ডিম দিয়েছে। আনুমানিক ১২ থেকে ১৩ বছর বয়সী অজগরটি রোববার (২২মে) সন্ধ্যা থেকে ডিম পাড়া শুরু করে।

ডিম নিয়ে এটি কুণ্ডলি পাকিয়ে বসে থাকায় কাছে যাওয়া সম্ভব হয়নি। তবে আশ্রমের কর্মকর্তাদের ধারণা, অজগরটি ৪০টি মতো ডিম দিয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব জানান, প্রায় ১০ বছর আগে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। তখন থেকে এটি সেবা ফাউন্ডেশনে  আছে। এর আগে ৪ বার ডিম দিয়েছে। প্রতিবারই ডিমের সংখ্যা ৪০-এর কাছাকাছি ছিল।

সজল দেব আরও বলেন, ৪ বারের মধ্যে একবার কোনো ডিম ফুটে বাচ্চা বের হয়নি। 

বাকি তিনবারের ডিম থেকে মোট ১০০ বাচ্চা ফুটে বের হয়। আমরা এগুলো লাউয়াছড়া বনে ফিরিয়ে দিয়েছি। ধারণা করছি এবারও ৪০টি মতো ডিম দিয়েছে। তিনি বলেন,আগের ধারণা থেকে বলতে পারি, মোটামুটি ৬০ দিনে ডিম ফুটে বাচ্চা বের হবে। এর আগে কখনও ৫৮ দিনে, কখনও ৫৯ দিনে বাচ্চা বের হয়েছিল। মা অজগরকে যেন কেউ বিরক্ত করতে না পারে বা এটি নিজেকে অনিরাপদ মনে না করে তাই কাউকে সাপটির কাছে যেতে দেয়া হচ্ছে না।

আইনিউজ/এমজিএম

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়