আপডেট: ১৩:৩২, ৮ জানুয়ারি ২০২০
সোনাগাজীতে বৃদ্ধা মাকে পুড়িয়ে হত্যার চেষ্টা
সারাবাংলা: সোনাগাজীর সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সত্তর বছর বয়সী এক বৃদ্ধা মাকে ঘরের ভেতরে আটকে রেখে পুড়িয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তারই সন্তান বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে।
এ সময় ঘরের মধ্যে অপরাপর ভাই-বোনেরা আটকা পড়েছিলেন। উপজেলার মধ্যম চরছান্দিয়া গ্রামের মোস্তফা লন্ডনীর বাড়িতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মোস্তফা লন্ডনীর ছেলে সেলিমের সঙ্গে তার মা এবং অপরাপর ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার মধ্যরাতে সেলিম কিছু সন্ত্রাসী লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বেশ কিছু ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করে এবং পেট্রল ঢেলে ঘরে আগুন লাগানোর চেষ্টা করে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকার মানুষজন এগিয়ে এলে সেলিম তার লোকজন নিয়ে পালিয়ে যায়। পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবহিত করা হয়।
সোনাগাজী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে একটি বড় কিরিচ, চকলেট বাজি এবং এক বোতল পেট্রল (দুই লিটারের মত) উদ্ধার করে।
পরদিন সকালে মা মেহেনেকা বাদী হয়ে সন্তানের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
(আরও পড়ুনঃ এবার ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে স্পেন) (আরও পড়ুনঃ সাতছড়ি জাতীয় উদ্যানে ২০ দিনে অন্তত দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ)বৃদ্ধা মেহেনেকা বলেন, যে সন্তান আমি গর্ভে ধারণ করেছি, লালন পালন করেছি সে সন্তান আজ আমাকে হত্যা করতে চায়, আমাকে নির্যাতন করে। মা হয়ে আমি সন্তানের অত্যাচার থেকে নিস্তার পেতে আইন আদালতে যেতে হচ্ছে।
এদিকে অভিযুক্ত বেলায়েত হোসেন সেলিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহমদ সন্তানের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র, পেট্রল ইত্যাদির বিষয়েও তদন্ত হচ্ছে।
আইনিউজ/এসডি- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের