Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:২০, ১৭ সেপ্টেম্বর ২০২১

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরও এক ধাপ অবনমন

এমনিতেই অবস্থানটা নিচের দিকে ছিলো, এবার একেবারে নেমে গেছে তলানীতে। বিশ্ব ফুটবল র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একধাপ নিচে নামলো। দুই মাসের ব্যবধানে জামাল-তপুরা পিছিয়েছে পাঁচ ধাপ। এ বছরের মে মাসে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ, নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে এখন লাল-সবজ জার্সিধারীদের অবস্থান ১৮৯তম স্থানে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা হাল নাগাদ করা র‍্যাংকিং প্রকাশ করে। সবশেষ রেটিং থেকেও ৩ পয়েন্ট হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। ২১০টি দেশের মধ্যে ৯০৬ রেটিং নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯ তম।

দক্ষিণ এশিয়ার ফুটবল খেলুড়ে দেশের মধ্যে সবার ওপরে রয়েছে ভারত। তবে তারা পিছিয়েছে দুই ধাপ (১০৭)। এছাড়া তালিকায় মালদ্বীপ (১৫৮), নেপাল (১৬৮), পাকিস্তান (১৮৯) অবস্থানে রয়েছে।

এদিকে এদিকে শীর্ষেই অবস্থান করছে বেলজিয়াম। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ফ্রান্সকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। সেরা দশের যথাক্রমে রয়েছে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, মেক্সিকো এবং ডেনমার্ক।

আইনিউজ/এসডি

কেন খেলা শুরুর ৭ মিনিটের মাথাতেই আর্জেন্টিনার সাথে ম্যাচ বন্ধ করে দিলো ব্রাজিল?

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়