Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ১১:৪৯, ৫ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:৩৬, ৫ আগস্ট ২০১৯

ঢাকায় পৌঁছেছে মশার ঔষধের নমুনা

‘ঔষধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। এর বাইরে বিস্তারিত আর কিছু বলা যাবে না।’

আইনিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ব্যবহারের জন্য বিদেশ থেকে ঢাকায় এসে পৌঁছেছে মশা মারার ঔষধের নমুনা।

আজ সোমবার (৫ আগস্ট) দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নমুনাগুলো ঢাকায় এসে পৌঁছায় বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা (উপসচিব) নুরুজ্জামান বলেন, ‘মশা মারার ঔষধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখনও বিমানবন্দরে আছি। তবে প্যাকেট এখনও খোলা হয়নি।’ তিনি বলেন, ‘ঔষধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। এর বাইরে বিস্তারিত আর কিছু বলা যাবে না।’

আগামীকাল ডিএসসিসিতে এই ঔষধের পরীক্ষা শেষে আইইডিসিআর এবং কীটতত্ত্ব বিভাগে পাঠানো হবে বলেও জানান তিনি।

এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়