Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ১৮ জুন ২০২২

বন্যা হতে পারে হবিগঞ্জেও

সংগৃহীত

সংগৃহীত

টানা বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট-সুনামগঞ্জের পর এবার বন্যার আশঙ্কা দিয়েছে হবিগঞ্জেও। টানা বৃষ্টির ফলে হবিগঞ্জের নদ-নদীর পানি বাড়ছে। এই জেলার নিচু এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হতে পারে। এর মধ্যে আছে নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও লাখাই। এসব এলাকার বাসিন্দারা বর্তমানে বন্যার আশঙ্কায় আছেন।

কালনী, কুশিয়ারা নদীর আজমিরিগঞ্জ অংশে অনেক এলাকায় পানি ঢুকার খবর পাওয়া গেছে। নবীগঞ্জ অংশেও পানি বেড়ে প্রায় বাঁধ ছুঁই ছুঁই। নিচু এলাকার দুটি গ্রামের বাসিন্দারা ইতোমধ্যে পানিবন্দি হয়ে পরেছে। এতে সীমাহীন দূর্ভোগে পরেছেন ওই গ্রামের সাধারণ মানুষ।

আজমিরীগঞ্জ-কাকাইলছেও এবং আজমিরীগঞ্জ-বদলপুরের সাব-মার্জিবল সড়ক এবং ধলেশ^রি নদীর পানি বেড়ে লাখাই উপজেলার লাখাই-বামৈ এবং মাদনা-লুকড়া সড়ক ঝুঁকিতে রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২১ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে আজমিরীগঞ্জের কালনী-কুশিয়ারা নদীর পানি আগামী কয়েকদিন বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে সরকারি খাদ্য গুদাম সংলগ্ন গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে প্রায় কোমড় পানি প্রবেশ করছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ঘর ছেড়ে শুক্রবার সন্ধ্যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে নিকটবর্তী খাদ্য গুদামের সামনে জড়ো হচ্ছেন। বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের শ্রীরামপুর, নদীপুরসহ বেশকটি গ্রামে ইতোমধ্যে পানি প্রবেশ করছে।

কাকাইলছেও পানিবন্দিদের সার্বিক অবস্থা পরিস্থতি পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম। এ সময় তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিবন্দিরা আশ্রয় কেন্দ্রে থাকবেন। সরকার থেকে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়া হবে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার বলেন, ‘কুশিয়ারা পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি আরও ২/৩ দিন বাড়বে। বর্তমানে কুশিয়ারার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে সব উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা দেয়া হয়েছে। আমরা মাঠে তৎপর রয়েছি। কেউ জলাবদ্ধতায় আটকা পড়লে ৩৩৩ নাম্বারে কল করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে সহায়তা পৌঁছে যাবে। সব ধর্মীয় প্রতিষ্টনে বিশেষ দোয়া ও প্রার্থনার কথা বলা হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ