Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ১৪ আগস্ট ২০২৩

আমি এমপি হতে চাই, নৌকার নমিনেশন চাই: ব্যারিস্টার সুমন 

সুযোগ পেলে জনপ্রতিনিধি হতে চান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, ‘এটা কোনও স্বপ্ন না, এটা বাস্তবতা। স্বপ্ন আমার জনপ্রতিনিধি হওয়ার না। স্বপ্নটা হচ্ছে মানুষের হৃদয়ে বসবাস করা। যেকোনও প্রতিনিধিই তো আপনার কপালে থাকতে হবে। আপনার দল, আপনার কাজ সবকিছু মিলিয়ে যদি তারা মনে করে, তবে আপনাকে রাখবে। কিন্তু আমার কাজ করার যে জায়গাটা বা যোগ্যতা, তা আমি চালিয়ে যেতে চাই।’

নিজের পরিবার সম্পর্কে ব্যারিস্টার সুমন বলেন, ‘হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ১৯৭৯ সালের ৩ সেপ্টেম্বর আমার জন্ম। ছয় ভাই-বোনের মাঝে আমি সবার ছোট। আমরা দুই ভাই ও চার বোন। আমার ভাই আমার থেকে বড় এবং তিনি প্রায় ২০ বছর ধরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। আর বোন একজন কানাডায় স্থায়ী ও দুই বোন আমেরিকায় স্থায়ী। আরেক বোন দেশে আছেন, তিনি একটি কলেজের অর্থনীতির শিক্ষক। তিনিও আমেরিকায় স্থায়ী হওয়ার চেষ্টায় আছেন।’

‘আমার বাবা সৈয়দ এরশাদ আলী। তিনি বেঁচে নেই। মূলত তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আমাদের ধান, ট্রাক্টর ও স’মিলের ব্যবসায় ছিল। আমার মা আম্বিয়া বেগম চৌধুরী। তিনি বর্তমানে আমেরিকায় থাকেন। এছাড়া আমার স্ত্রী শাম্মী আক্তার ও সন্তানরা প্রায় চার-পাঁচ বছর ধরে আমেরিকাতেই আছে। মেয়েটি বড়, নাম সৈয়দা রামিসা হক এবং ছেলের নাম সৈয়দ শায়ন হক। আমার বিয়ে হয় ২০১০ সালের ডিসেম্বর’, বলছিলেন ব্যারিস্টার সুমন। তার ভাষ্য, ‘আমি ঢাকা কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ-এমবিএ সম্পন্ন করে ব্রিটিশ এলএলবি করি। এরপর লন্ডনে চলে যাই। লন্ডনে গিয়ে বার-এট-ল সম্পন্ন করে ২০০৯ সালের জুন-জুলাইয়ের দিকে দেশে ফিরে আসি। দেশে এসে আমার যাত্রা এবং জীবনযুদ্ধ শুরু হয়।’

আইনিউজ/ইউএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়