Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৪ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ২৪ আগস্ট ২০২৩

হবিগঞ্জে ব্যবসায়ীকে খু ন, একজনের মৃ ত্যু দণ্ড

পুরোনো ছবি

পুরোনো ছবি

হবিগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীকে খু নের ঘটনায় আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তিকে মৃ ত্যু দ ণ্ডে র আদেশ প্রদান করেছে আদালত। নি হ ত ব্যাক্তি সদর উপজেলার সুলতানশী গ্রামের মো. আব্দুল হাই। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায়  হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল ওয়াহিদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের জুন মাসের ১ তারিখ সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে আব্দুল ওয়াহিদ এর সাথে ব্যবসায়ী আব্দুল হাইর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল হাইকে ছোরা দিয়ে বুকে আঘাত করে হত্যা করা হয়।

এ ব্যাপারে আব্দুল হাইর ছোট ভাই আব্দুল ছফি ঘটনার পর দিন ২জুন ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে হবিগঞ্জ সদর থানার এসআই গোলাপের রহমান তদন্ত করে শুধুমাত্র আব্দুল ওয়াহিদ এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে বিজ্ঞ আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার উপরোক্ত রায় প্রদান করেন।

রায় প্রদানকালে নিহত ব্যবসায়ী আব্দুল হাইর সন্তান এবং স্বজনরা উপস্থিত ছিলেন। তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসির আদেশ কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ