Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৬ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ১৪ জুলাই ২০২২

কমলগঞ্জে তাপদাহে অতিষ্ঠ জনজীবন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত কয়েক দিনের টানা ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ট। তীব্র গরমের কারনে বেশী দূর্ভোগ পোহাচ্ছেন শিশু ও বয়স্করা। তাপ দাহের কারনে কৃষক সহ নিম্ন আয়ের মানুষরা কাজে যেতে পারছেন না। ফলে দুর্বিষহ হয়ে উঠেছে জীবনযাত্রা। বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও ২/৩ দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়।

জানা যায়, আষাঢ় মাসে চলছে তাপদাহ। ভরা বর্ষা মৌসুমের মধ্যভাগে এসেও চৈত্র-বৈশাখের মতো ভ্যাপসা গরমে নাকাল কমলগঞ্জের মানুষ। এদিকে গত কয়েক দিন ধরে দেখা গেছে, দিন রাত-সমানতালে গরমের দাপট। তবে মাঝে মধ্যে সন্ধ্যায় পর হালকা বৃষ্টি হচ্ছে। অস্বাভাবিক দাবদাহের কারণে অধিকাংশ ঘরে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারের চেম্বারে বাড়ছে রোগীর ভিড়। এতে ফার্মেসি গুলোতে প্যারাসিটামল জাতীয় ওষুধের চাহিদা বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে শিশু ও বয়স্ক লোকজন রোগে আক্রান্ত হচ্ছে বেশি। হঠাৎ করে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় লোকজন পড়েছেন মহা টেনশনে। এদিকে এমন অবস্থায় খেটে খাওয়া দিনমজুর ও খেটে খাওয়া লোকজন পড়েছেন বেকায়দায়। তারা কোনো কাজকর্ম করতে পারছেন না ঠিকমতো।

ভানুগাছ বাজারের রিক্স চালক মোমিন মিয়া বলেন, গরমের তাপে বাড়ীতেই থাকা যাচ্ছেন। তাই তেমন ভাবে কাজে ও যেতে পারছি না। কিছু সময় কাজ করি, আবার কিছু সময় বসে থাকি। কাজ না করলে তো আর সংসার চলবে না। কৃষক আজাদুর রহমান বলেন, জমিতে আগাছা জমেছে। গরমের কারনে জমির আগাছা পরিস্কারের কাজ করতে পারছি না। জানিনা সময় মতো আগাছা পরিস্কার করতে না পারার কারনে ফসল বিনষ্ট হয় কিনা? 

দিনমজুর হরমুজ মিয়া বলেন, গরম হলে কি হবে, পেটে তো ভাত দিতে হবে। তাই গরমের মধ্যে ও কাজ করতে হচ্ছে। রোগে আক্রান্ত লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে এবং প্রাইভেট চিকিৎসা এছাড়া অনেকেই বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারবেশন অফিসার আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবার ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো বলেন, এই তাপমাত্রা আরও ২/৩ দিন অব্যাহত থাকবে।

আরও পড়ুন : শ্রীমঙ্গল উপনির্বাচন: তিন প্রার্থীই পেরোতে পারেননি এসএসসির গন্ডি

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম, মাহবুবুল আলম ভূইয়া বলেন, বেশ কিছু শিশু ও বয়স্ক মানুষ জ্বর, সর্দ্দি, কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত তা আমাদের নিয়ন্ত্রনে আছে। গরম কমে গেলে তা এমনিতেই হ্রাস পাবে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসকেএস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ