Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২৯ জানুয়ারি ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়া ও সদর থানায় ইয়াবাসহ আটক ৩

মাদকসহ আটক দুই জন। ছবি- আই নিউজ

মাদকসহ আটক দুই জন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং মৌলভীবাজার সদর মডেল থানার পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের শনিরবাজার এলাকার রোমান ব্যাটারি এন্ড মাইক সার্ভিস নামক দোকানের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ সিপাউর রহমান শিপন(৩৬) নামে একজনকে আটক করেন।

অন্যদিকে মৌলভীবাজার সদর মডেল থানার এক অভিযানে ৩২ পিস ইয়াবাসহ, ১। মুজিব মিয়া(৫০) এবং ২। রমজান মিয়া (২২) নামে দুজনকে আটক করা হয়।

আজ (২৯ জানুয়ারি) মধ্যরাতে সদর থানার  এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর মানিকপুর গ্রামের জনৈকও ময়নামিয়ার বাড়ির সামনে থেকে আসামিদের আটক করে। 

আসামিদের দেহ তল্লাশি করে ১। মুজিব মিয়ার কাছ থেকে ১৮ পিস এবং ২। রমজান মিয়ার কাছ থেকে ১৪ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

আটককৃত আসামিদের বিরুদ্ধে কুলাউড়া এবং মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়