রুমান মজুমদার, স্পোর্টস প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৩
নেছার আহমদ এমপি সিপিএএম সিজন-১০ চ্যাম্পিয়ান ক্রিক ফাইটার্স

সিপিএএম সিজন-১০ চ্যাম্পিয়ান ক্রিক ফাইটার্স
নেছার আহমদ এমপি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টের দশম আসরে চ্যাম্পিয়ান হয়েছে ক্রিক ফাইটার্স।
ফাইনাল খেলায় ২৬ রানে ফ্রেন্ডস ইউনাইটেড অফ নিউইয়র্ককে হারিয়ে গ্রুপ পর্যায়ে হারার প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ান হয় তারা।
ফাইনাল খেলায় মাঠে নামেন ক্রিক ফাইটার্সের পক্ষে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শামীম পাটোয়ারি। ফ্রেন্ডস ইউনাইটেড-এর পক্ষে ইমরুল কায়েস। দর্শক পরিপূর্ণ হয়ে ওঠে মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম।
টসে জিতে ফ্রেন্ডস ইউনাইটেড-এর অধিনায়ক তাজিদ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু হানজালা ও শাখাওয়াত দারুণ শুরু করে ৩ ওভারে ৩৪ রান সংগ্রহ করেন।
শাখাওয়াত ১৬ বলে ২৩ রান করে আউট হলেও হানজালা ও শামীম পাটোয়ারি রানের চাকা সচল রাখেন। ইনিংসের ৫ম ওভারে সাইদুরকে ৩টি বিশাল ৬ ও একটি ৪ হাঁকিয়ে ২৩ রান নেন হানজালা।
পুরো টূর্নামেন্টে দারুণ খেলতে থাকা তাজিদ হানজালাকে এবং শামীম পাটোয়ারিকে ইমরুল কায়েস আউট করে ম্যাচে ফেরান ফ্রেন্ডস ইউনাইটেডকে।
তবে সাদমানের দায়িত্বশীল ২৭ বলে ৩২ ও সিয়ামের ১২ বলে ৩১ রানের ক্যামিওতে ২০ ওভারে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ক্রিক ফাইটার্স।
হানজালা ১৮ বলে ৩৬ ও শামীম পাটোয়ারি করেন ২৯ বলে ২৭ রান। ইমরুল, তাজিদ ও সাজু ১ টি করে উইকেট লাভ করেন।
সিপিএএম সিজন-১০ রানার আপ ফ্রেন্ডস ইউনাইটেড অফ নিউইয়র্ক
১৯২ রানের লক্ষ্যে খেলতে শুরুতেই শামসুলের উইকেট হারিয়ে চাপে পড়ে ফ্রেন্ডস ইউনাইটেড। নাজিমের পর দলীয় অধিনায়ক তাজিদ ০ রানে আউট হলে ইমরুল কায়েস চেষ্টা চালিয়ে যান। তবে ইমরুলকে ব্যক্তিগত ৩৯ রানে সাদমান বোল্ড করলে ম্যাচ নিজেদের করে নেয় ক্রিক ফাইটার্স।
শেষ দিকে সাইদুরের ১২ বলে ২০ আর টনির ১৪ বলে ৩৭ শুধু পরাজয়ের ব্যাবধান কমায়।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ফ্রেন্ডস ইউনাইটেড অফ নিউইয়র্ক করে ১৬৫ রান।
সাদমান ২৯ রানে ৩ টি, হানজালা ও শামীম পাটোয়ারী ২ টি করে উইকেট লাভ করেন।
২৬ রানের ব্যাবধানের ফ্রেন্ডস ইউনাইটেড নিউইয়র্ককে হারিয়ে ২য় বারের মতো চ্যাম্পিয়ান হয় ক্রিক ফাইটার্স।
ম্যান অফ দ্যা ফাইনাল ও মোস্ট ভ্যাল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হন সাদমান। মোস্ট এক্সাইটিং প্লেয়ার হানজালা, হাইয়েস্ট সিক্সেস পুরষ্কার পান টনি। সেরা ফিল্ডার তারেক। আর সেরা ব্যাটসম্যান, সেরা বোলার এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন তাজিদ।
ফেয়ার প্লে ট্রফি লাভ করে ক্রিকেট ফোর্স।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন নেছার আহমদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ, জেলা পরিষদ সদস্য ও কোয়াব সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, ক্রিকেট উপকমিটির সদস্য সচিব ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নাহিদ হোসেন, মৌলভীবাজার আম্পায়ার এন্ড স্কোরারস এসোসিয়েশনের সভাপতি মাহবুব ইজদানী ইমরান, বিলাস ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্ত্বাধিকারী সুমন আহমদ, সিপিএএম ইউকে শাখার সাধারণ সম্পাদক সৈয়দ করিম সায়েম, সিপিএএম-এর ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ উর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, টূর্নামেন্ট কমিটির আহবায়ক রুহুল আমিন রাহুল, ফাহিম আহমদ রাজু, সদস্য সচিব নিয়াজ খাঁনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আই নিউজ ইউটিউব ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা