Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

কুলাউড়ায় ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক 

ডিবি-পুলিশের অভিযানে আটক মাদক কারবারে জড়িতরা। ছবি- আই নিউজ

ডিবি-পুলিশের অভিযানে আটক মাদক কারবারে জড়িতরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ ৩ জন এবং কুলাউড়া থানার অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করা  হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫০ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করে ডিবি। 

আটককৃতরা হলেন- মোঃ আব্দুস সালাম(৩২), গোপী গোয়ালা (৩০) এবং নানু কৈরী। করে।

জানা গেছে, আজ (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইফতেখার ইসলাম অফিসার-ফোর্সসহ জুড়ী থানাধীন ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারের আটককৃত আসামি মোঃ আব্দুস সালামের মালিকাধীন শাহজালাল গ্লাস এন্ড অ্যালুমিনিয়াম নামক দোকানে অভিযান চালান। সেখান থেকে তারা ৭৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করেন এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন।

জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি। 

এদিকে এর একদিন আগে অন্য এক অভিযানে কুলাউড়া থানা পুলিশ ৫০ পিস ইয়াবাসহ আফজল আহমদ (২২) নামে অপর একজনকে আটক করে। 

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন গুড়াভূঁই গ্রামের কুলাউড়া টু মৌলভীবাজার সড়কের আল মদিনা আহাদ মার্কেটের সামনে থেকে আফজলকে আটক করেন। পরে আটককৃত আসামির দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে জুড়ী ও কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়