Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ১০ মার্চ ২০২৩
আপডেট: ১৯:৪৬, ১০ মার্চ ২০২৩

মৌলভীবাজার : উপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মৌলভীবাজারে শুরু হয়েছে সদর উপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩। এতে উপজেলার ১২টি ইউনিয়ন দল অংশগ্রহণ করেছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার শাহবন্দর পতন মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আমতৈল ইউনিয়ন বনাম মোস্তফাপুর ইউনিয়ন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। 

খেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। 

স্বাগত বক্তব্য রাখেন কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও খেলার স্পন্সর রুবেল উদ্দীন। 

এতে ১২টি উপজেলার চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 
টুর্নামেন্ট পাওয়ার্ড বাই কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দীন।

হাজারো দর্শকপূর্ণ জমজমাট এই খেলায় মোস্তফাপুর ইউনিয়নকে ৬-২ গোলে হারিয়ে বিশাল জয় পায় আমতৈল ইউনিয়ন।

আরও পড়ুন :

ঢাকার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন কুলাউড়ার এবিসি স্পোর্টিং ক্লাব

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়