শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে অফিসার্স ক্লাবের নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল অফিসার্স ক্লাব। ছবি- সাজু মারছিয়াং
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দৃষ্টিনন্দন অফিসার্স ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। চারপাশে সবুজ গাছগাছালির লাল টিনের ছাউনি দিয়ে বাংলোর আদলে গড়ে তোলা হয়েছে অফিসার্স ক্লাব।
বুধবার (১০ই মে) রাতে নানান আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান,জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় ও অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতায় দৃষ্টিনন্দন অফিসার্স ক্লাব নির্মাণ করা হয়েছে। এই কার্যক্রম সার্বক্ষণিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
পর্যটন নগরী শ্রীমঙ্গলে একটি দৃষ্টিনন্দন অফিসার্স ক্লাবের ভবন নির্মাণের মাধ্যমে যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন তারা তাদের উন্নত রুচির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে মনে করেন উপস্থিত অতিথিরা।
এই কার্যক্রমে আন্তরিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
আইনিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার