Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৩

জননন্দিত নেতা সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

সাবেক অর্থমন্ত্রী ও সিলেটের জননন্দিত নেতা এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। সিলেটে তার মৃত্যুবার্ষিকীতে ভক্ত অনুরাগীরা নানা কর্মসূচি পালন করছে।

মৌলভীবাজারে আগামীকাল সাইফুর রহমানের মৃ ত্যু বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মৌলভীবাজারের শহরতলী নিতেশ্বর এলাকায় অবস্থিৎ দুসাই রিসোর্টের কাছেই এই যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছে সাইফুর রহমান ফাউন্ডেশন। যাদুঘর তৈরির উদ্যোগ নিয়েছে, এম. সাইফুর রহমান ফাউন্ডেশন। 

এম সাইফুর রহমান একনাঘাড়ে ১২ বার সংসদে সফলতার সঙ্গে বাজেট পেশ করেছেন। কর্মে তাঁর অনন্য গুণ। তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়নও করতেন। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেও রয়েছে তাঁর চোখ ধাঁধাঁনো উন্নয়নের ছোঁয়া।

প্রয়াত সাইফুর রহমান ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। 

২০০৬ সালের ৮ জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যকবার বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন। দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কৃতিত্বের সঙ্গে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়