Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ১৫ মে ২০২৪

কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পি`টিয়ে হ`ত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরো'ধের জেরে প্রতিপক্ষের হা'মলায় আছকির মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নি'হত হয়েছেন। 

বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় আরও ২ জন আ'হত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে জমিতে কাজের জন্য যান আছকির মিয়া। এ সময় জমিসংক্রান্ত বিরোধে পূর্বের জের ধরে অভিযুক্ত মিছির আলী আছকিরসহ তার সাথে থাকা আরও ২ জনকে পি'টিয়ে আহ'ত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃ'ত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও থানার ওসি মো. আলী মাহমুদ।

আছকির মিয়ার মৃ'ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ বক্স।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মিছির আলি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তান করার জন্য অভিযান চলছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ