Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৫৯, ২ জুন ২০২৪

সুস্বাদু ফলের জন্য জনপ্রিয় মৌলভীবাজারের কোর্ট মার্কেট 

কোর্ট মার্কেটে ওঠা নানা জাতের ফল ঘিরে ক্রেতা-বিক্রেতাদের সমাগম। ছবি- এম এ মোস্তফা

কোর্ট মার্কেটে ওঠা নানা জাতের ফল ঘিরে ক্রেতা-বিক্রেতাদের সমাগম। ছবি- এম এ মোস্তফা

ঋতুচক্রে এখন গ্রীষ্মকাল। গাছে গাছে আম, কাঁঠাল, আনারসসহ সুস্বাদু সব ফল পাকার সময়। মৌলভীবাজারের কোর্ট মার্কেট এলাকার ফলের বাজারে এই সময় থাকে সকাল-সন্ধ্যা ব্যস্ততা। নানা জাতের স্থানীয় ফলের সমাহার নিয়ে এখানে বেচাবিক্রি করেন ফলের ব্যবসায়ীরা।

পাশেই বর্ষিজোড়া পাহাড়-জনপদ এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের পাহাড়ি এলাকা থেকে আসা আনারস, কাঁঠাল, আমসহ মৌসুমি সব বাহারি ফল আসে এই বাজারে। ফলের বাজার হিসেবে মৌলভীবাজারে কোর্ট মার্কেটের আছে আলাদা পরিচিতি। 

রোববার (০২ জুন ২০২৪) সরেজমিনে কোর্ট মার্কেট ঘুরে ফলমূলের বাজারে দেখা গেছে চিরায়ত ব্যস্ততার দৃশ্য। সাধারণত, সকালের দিকেই এই বাজার জমে ওঠে ক্রেতা-বিক্রেতা সমাগমে। জেলা সদরসহ কাছাকাছি এলাকা থেকে  প্রয়োজনমতো ফল কিনতে এখানে আসেন স্থানীয়রা। কোর্ট মার্কেটের ফলের সুখ্যাতি আছে জেলার বাইরেও।

কোর্ট মার্কেটের শ্রীমঙ্গল থেকে আসা ভালো জাতের আনারস খুবই জনপ্রিয়। ছবি- এম এ মোস্তফা 


কোর্ট মার্কেটের ফলের বাজারের প্রধান আকর্ষণ বিভিন্ন বাগান, টিলাভূমি ও স্থানীয় এলাকা থেকে আসা ফলমূল। এরমধ্যে শ্রীমঙ্গল-কমলগঞ্জের রসালো আনারসের চাহিদা ব্যাপক। শ্রীমঙ্গলকে এজন্য অনেকে আনারসের রাজধানীও বলে থাকেন। এই উপজেলার বিষামণি, মাইজদিহি, হোসেনাবাদ, এমআর খান, নন্দরানী, বালিশিরা, নূরজাহান, ডলুছড়া, সাতগাঁও, মোহাজেরাবাদসহ প্রতিটি এলাকা থেকে প্রচুর আনারস আসে বাজারে। এসব আনারস আসে মৌলভীবাজারের কোর্ট মার্কেটেও। এখান থেকে আত্মীয়স্বজনদের বাড়িতে আম- কাঁঠালিতে ফল কিনে পাঠান অনেকেই। অনেকে এ বাজার থেকে ফল কিনে প্রবাসেও পাঠান। 

এছাড়াও, কোর্ট মার্কেটের কাঁঠালেরও চাহিদা রয়েছে ব্যাপক। এই বাজারে আসা বেশিরভাগ কাঁঠালই স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আসে। এরমধ্যে পাহাড় বর্ষিজোড়ার কাঁঠালের আলাদা নাম রয়েছে। অনেকে বলেন পাহাড়ি কাঁঠাল। এই পাহাড়ি কাঁঠাল পাওয়া যায় কোর্ট মার্কেটের ফলের বাজারে। 

মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলে আম, কাঁঠালের সাথে আনুষাঙ্গিক খাবার হিসেবে খই খুব প্রচলিত। মেয়ের বাড়ি বা আত্মীয়স্বজনের বাড়ি কেউ যখন আম কাঁঠাল পাঠান তখন সাথে থাকে খই। কোর্ট মার্কেটে নানা স্বাদের ফলের পাশাপাশি খইও বিক্রি করেন বিক্রেতারা। আর ফলসহ আম কাঁঠালি আয়োজনের সব ফলই এখানে পাওয়া যায় বলে ফলের বাজার করতে অনেকেরই ভরশার জায়গা কোর্ট মার্কেট। 

উত্তর কলিমাবাদের বাসিন্দা রাশেদুল হক জানান, এই বাজারে আসার কারণ একটু সতেজ, সুস্বাদু ফল কিনতে পারা যায় এখানে। আমরা সবসময় এখান থেকেই ফল কিনে নিয়ে যাই। বোনের বাড়ি যখন আম কাঁঠালি পাঠানো হয় তখনও এখান থেকেই ফল কেনা হয়। আমার মতো আরও অনেকেই এখান থেকে ফল কিনেন। 

পাহাড় বর্ষিজোড়ার সুস্বাদু পাহাড়ি কাঁঠাল। ছবি- এম এ মোস্তফা 


জিয়াউল হক নামের একজন জানান, মৌলভীবাজারে যখন থাকি কোর্ট মার্কেট থেকেই ফল কিনে নিয়ে যাই। ছুটিতে যখন বাড়িতে যাই পরিবারের জন্যও ফল কিনে নিয়ে যাই এখান থেকে। বিশেষ করে, এই বাজারে শ্রীমঙ্গল থেকে আসা আনারসগুলো খুবই ভালো মানের হয়।

ফলের মৌসুমে প্রায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোর্ট মার্কেটে চলে ফলের বেচাকেনা। এরমধ্যে সকাল বেলাই ফলের বাজার জমে বেশি। সকাল সকাল বিভিন্ন এলাকা থেকে আসা তাজা, সতেজ ফলমূল কিনতে অনেকেই হাঁটতে হাঁটতে চলে আসেন কোর্ট বাজারে। কিনে নিয়ে যান পছন্দের ফলমূল। মৌলভীবাজার শহরে পশ্চিমবাজার, টিসি মার্কেট বা আরও কিছু জায়গায় ফলের বেচাবিক্রি হলেও ভালো মানের ফলের জন্য ক্রেতারা আসেন কোর্ট মার্কেট ফলের বাজারে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়