Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১১, ৪ জুলাই ২০২৪
আপডেট: ১৬:০০, ৪ জুলাই ২০২৪

মৌলভীবাজারে কমছে নদ-নদীর পানি

বৃষ্টি এবং উজানের ঢলের পানি টুইটুম্বুর মনু নদের দুই তীর। ছবি- আই নিউজ

বৃষ্টি এবং উজানের ঢলের পানি টুইটুম্বুর মনু নদের দুই তীর। ছবি- আই নিউজ

বুধবার সারাদিন মৌলভীবাজারের মনু, জুড়ী, ধলাই, কুশিয়ারাসহ ছোটবড় সব নদ-নদীতেই পানি ছিল উঠানামার মধ্যে। তবে সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও কমেছে পানি। 

বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকেলে মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার থেকে ২৫ সে.মি নীচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর আগে বৃহস্পতিবার সকালে এই পয়েন্টে বিপদসীমার ১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড এমন তথ্য জানিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পানি আরও কমবে আশা করা হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের সবশেষ দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার বিকেল ৩টায় মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে পানির পরিমাণ ছিল ১১ দশমিক ৫ সে.মি। সকালে যা ছিল ১১ দশমিক ৩০ সে.মি।  মনুর রেলওয়ে ব্রীজ পয়েন্টে পানি বিপদসীমার ২৬০ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ধলাই নদী রেলওয়ে ব্রীজ পয়েন্টে বিকেলে পানি বিপদসীমার ২৮৬ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার ১৬ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এখানে গতদিনের তুলনায় কমেছে পানি। 

জুড়ী নদী ভবানীপুর পয়েন্টে পানি বিপদসীমার ১৮৬ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়