Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর

প্রকাশিত: ১০:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২১

স্কুল খোলার পর প্রথম ক্লাস গাছতলায়!

ছাত্র ছাত্রীদের  গাছের তলায় বসিয়ে পাঠদান কার্যক্রম। ছবি- রাজন চন্দ।

ছাত্র ছাত্রীদের  গাছের তলায় বসিয়ে পাঠদান কার্যক্রম। ছবি- রাজন চন্দ।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন না থাকায় ছাত্র ছাত্রীদের  গাছের তলায় বসিয়ে পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মহামারি করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রবিবার (১২ সেপটেম্বর) সারা দেশব্যাপী স্কুল-কলেজ খোলা হয়েছে। 

তবে দীর্ঘদিন পর স্কুল খুললেও পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ কাজ শুরু না হওয়ায় গাছের নিচে বসে পাঠদান করতে হয়েছে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন জানান, প্রায় ৫ মাস পূর্বে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে দেয়া হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান আজ পর্যন্ত নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেনি। ফলে বাধ্য হয়েই ছাত্র ছাত্রীদের গাছের নিচে বসে পাঠদান করতে হয়েছে। 

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিয়া মনি জানায়, অনেকদিন পরে বিদ্যালয়ে গিয়ে দেখি আমাদের পুরাতন সব কিছু ভাঙ্গা। আমাদের বসার জায়গা গাছের নিচে করে দেয়া হয়েছে তাই আমরা এখানে বসেই আজ পড়াশোনা করেছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তৌহিদ হাসান বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ৫ মাস আগে পুরাতন ভবন ভেঙে দেয়া হয়েছে।  কিন্তু ঠিকাদার কি কারণে আজ পর্যন্ত নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেনি।

ছাত্র অভিবাবক কামরুল হাসান বলেন, ঠিকাদার বিভিন্ন অজুহাত দেখিয়ে এখনো পর্যন্ত নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেনি।  আমরা বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলবো। আশা করি খুব শীগ্রই বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু হবে।

আইনিউজ/রাজন চন্দ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়