Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ১৫ জুলাই ২০২৩

দক্ষিণ কোরিয়ায় প্রবেশের নিয়ম আজ থেকে শিথিল

দক্ষিণ কোরিয়ায় প্রবেশের ক্ষেত্রে (কোভিড-১৯ ও মাঙ্কি পক্স) কিউ-কোড পূরণ ও কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল হতে যাচ্ছে। আজ ১৫ জুলাই (শনিবার) থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস এবং মাঙ্কি পক্স রোগীর সংখ্যা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ বিভাগ। তবে ভ্রমণকারীদের মাঝে কোনো উপসর্গ দেখা দিলে তাদের শরীরের তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া চলমান থাকবে।

২০২০ সাল থেকে কিউ-কোড পূরণ পদ্ধতি চালু হয় যা বিমানে ওঠার আগে যাত্রীর শারীরিক অবস্থার বিবরণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ সংস্থাকে জানাতে হতো।

উল্লেখ্য, যেসব দেশে এখন পর্যন্ত ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে (উগান্ডা এবং কঙ্গো) এদের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে। এছাড়া এভিএন ইনফ্লুয়েঞ্জার জন্য চীন ও কম্বোডিয়া, কলেরা রোগের জন্য ভারত ও ফিলিপাইনসহ আরও ২৬ টি দেশের ক্ষেত্রেও আগের নিয়ম অব্যাহত থাকবে।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ