হেলাল আহমেদ
আপডেট: ১৮:২৩, ২৬ নভেম্বর ২০২৩
আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ২০২৩
আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ২০২৩ আজ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নেতৃস্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ২০২৩ প্রকাশ করা হয়। এতে কুষ্টিয়া এবং নারায়ণগঞ্জের একটি করে দুইটি আসন ছাড়া বাকি আসনগুলোতে নৌকার মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ২০২৩
ঢাকা-১ সালমান এফ রহমান
ঢাকা-২ কামরুল ইসলাম
ঢাকা-৩ নসরুল হামিদ
ঢাকা-৪ সানজিদা খানম
ঢাকা-৫ হারুন অর রশিদ
ঢাকা-৬ সাঈদ খোকন
ঢাকা-৭ সোলায়মান সেলিম
ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম
ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী
ঢাকা-১০ ফেরদৌস আহমেদ
ঢাকা-১১ ওয়াখিল উদ্দিন
ঢাকা-১২ আসাদুজ্জামান খান
ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৪ মাঈনুল হোসেন নিখিল
ঢাকা-১৫ আহমেদ মজুমদার
ঢাকা-১৬ রিয়াজ মোল্লা
ঢাকা-১৭ মোহাম্মদ আলী
ঢাকা-১৮ মো. হাবিব হাসান
ঢাকা-১৯ মো. এনামুর রহমান
ঢাকা-২০ বেনজীর আহমদ
গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক।
গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল।
গাজীপুর-৩ রুমানা আলি টুসি।
গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি।
গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি।
নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু
নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার
নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান
ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন
ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান আলম সাজু
ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিছুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৬ এ.বি. তাজুল ইসলাম
নোয়াখালী-২ মোরশেদ আলম
কুমিল্লা-১ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর
কুমিল্লা-২ সেলিমা আহমেদ মেরি
কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন
কুমিল্লা-৪ রাজী মুহম্মদ ফখরুল
কুমিল্লা-৫ আবুল হাশেম
কুমিল্লা-৬ আ ক ম বাহা উদ্দিন বাহার
কুমিল্লা-৭ প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন
কুমিল্লা-৯ মো: তাজুল ইসলাম
কুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামাল
কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব
পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া
পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন
ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম
দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল
দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী
দিনাজপুর-৩ ইকবালুর রহিম
দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী
দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার
দিনাজপুর-৬ শিবলী সাদিক
যশোর-১ শেখ আফিল উদ্দিন
যশোর-২ ডা. তৌহিদুজ্জামান তুহিন
যশোর-৩ কাজী নাবিল আহমেদ
যশোর-৪ এনামুল হক বাবুল
যশোর-৫ স্বপন ভট্টাচার্য
যশোর-৬ শাহীন চাকলাদার
নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার
নওগাঁ-২ শহীদুজ্জামান বাবলু সরকার
নওগাঁ-৩ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী
নওগাঁ-৪ এড. নাহিদ মোর্শেদ
নওগাঁ-৫ আসন ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন
নওগাঁ-৬ আনোয়ার হোসেন হেলাল
নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার
নীলফামারী-২ আসাদুজ্জামান নূর
নীলফামারী-৩ গোলাম মোস্তফা
নীলফামারী-৪ জাকির হোসেন বাবু
লালমনিরহাট-১ মোতাহার হোসেন
লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
লালমনিরহাট-৩ মতিয়ার রহমান
রংপুর-১ রেজাউল করিম
রংপুর-২ আহসানুল হক চৌধুরী
বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ
বরিশাল-২ তালুকদার
বরিশাল-৩ সরদার মোহাম্মদ
বরিশাল-৪ শাম্মী আহমেদ
বরিশাল-৫ জাহিদ খালেক
মাগুরা-১ সাকিব আল হাসান
মৌলভীবাজার-১ মো. শাহাবুদ্দিন
মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী নাদেল
মৌলভীবাজার-৩ জিল্লুর রহমান
মৌলভীবাজার-৪ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ
৩০০ আসনের তালিকা পি ডি এফ
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের তৃতীয় দিনের বৈঠকে গতকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৭ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত বৈঠক চলে। প্রথমে সিলেট বিভাগের ১৯টি এবং পরে চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এদিনও মনোনয়নের ক্ষেত্রে বেশ কয়েকজন পুরোনো এমপিকে বাদ দিয়ে নতুন প্রার্থী দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার প্রথম এবং শুক্রবার দ্বিতীয় দিনে ছয়টি বিভাগের ২২৩ আসনের প্রার্থী চূড়ান্ত করেছিল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
দুই আসনে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ
তবে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দুই একদিনের মধ্যে এই দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মণি সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেছেন, টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় অনেক সংসদ সদস্য নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন, অনেকে জনবিচ্ছিন্ন হয়ে থেকেছেন। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নেতিবাচক এই ধারা থেকে নিজেকে মুক্ত করতে পারেননি একাদশ সংসদের অন্তত দুই ডজন এমপি। এছাড়াও মোট ৩১ জন সংসদ সদস্য মারা গেছেন। এসব আসনের উপনির্বাচনে যারা নৌকার টিকিটে সংসদ সদস্য হয়েছেন, তাদের মধ্যেও অনেকে ভালো কাজ করতে পারেননি। এ ছাড়া সাবেক আমলা, সরকারি কর্মকর্তা ও তারকাদের আওয়ামী লীগের প্রার্থী করা হচ্ছে। এসব দিক বিবেচনায় ৫০ থেকে ৬০টি আসনে এবার নতুন প্রার্থী দেওয়া হচ্ছে।
তাদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা ও বৈশ্বিক চাপের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে দেখছে আওয়ামী লীগ। সে জন্য এবার যেকোনও পরিস্থিতিতে জিতে আসার মতো ‘ভালো’ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মূলত সংসদ সদস্য হয়ে এলাকা থেকে যারা জনবিচ্ছিন্ন ছিলেন, তাদের বড় একটা অংশ এবার নৌকার টিকিট পাবেন না। এ ছাড়া বয়স বেশি হওয়ায় কয়েকজন সংসদ সদস্য এবার মনোনয়ন পাচ্ছেন না। বিতর্কিত সংসদ সদস্যদের মধ্যে জেতার মতো কয়েকজনকে এবারও রাখা হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ২০২৩ এ।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের