নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:০১, ২৮ জুলাই ২০২২
ইভিএম বাতিল ও নিরপেক্ষ সরকার চায় গণফোরাম
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাতিল চেয়ে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দলটির নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই দাবি জানিয়েছে।
লিখিত বক্তব্যে মোকাব্বির খান বলেন, “স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো নির্বাচন কমিশনই সব রাজনৈতিক দল এবং গণমানুষের আস্থা অর্জন করতে পারেনি। অনেক কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। বর্তমান কমিশন এই চ্যালেঞ্জ গ্রহণ করে গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরি করে সব রাজনৈতিক দল ও গণমানুষের আস্থা অর্জন করতে পারবে বলে প্রত্যাশা করে গণফোরাম।”
তিনি আরও বলেন, “যে কয়টি নির্বাচন ইভিএমে হয়েছে সেগুলো জনগণের প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। আশা করি, নির্বাচন কমিশন খুব দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান প্রতিটি রাজনৈতিক দলসহ জাতির সামনে পরিষ্কার করবে।”
দলটি তাদের প্রস্তাবনায় আরও বলছে, নির্বাচনি তফসিল ঘোষণা ও নির্বাচন বিধি প্রণয়নের ক্ষেত্রে ইসিকে সম্পূর্ণ স্বাধীন থাকতে হবে। নির্দিষ্ট সময়কালের জন্য ইসিকে বিচারিক ক্ষমতা প্রদান করতে হবে। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। নির্বাচনি এলাকার ভিত্তিতে সর্বদলীয় পর্যবেক্ষণ দল গঠন করতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষক তালিকা ভোটের একমাস আগে প্রকাশ করতে হবে। ভোটকেন্দ্রে সবার উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করতে হবে এবং নির্বাচনি ট্রাইব্যুনালের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।”
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের