Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২০

দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ সাইফ হাসান

বাংলাদেশি ব্যাটসম্যান সাইফ হাসান কভিড-১৯ শনাক্তের দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ হয়েছেন। ঠিক সাতদিন আগে প্রথম পরীক্ষায় তার করোনা ধরে পড়ে। খবর ক্রিকইনফোর।

গত সপ্তাহে ঢাকায় ১৭ জন খেলোয়াড়সহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই পরীক্ষায় সাইফের পাশাপাশি বিসিবির প্রধান ট্রেনার নিকোলাস লিরও করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু দুইদিন পর লি দ্বিতীয় দফার পরীক্ষায় করোনা মুক্ত হলেও সাইফ হাসানের শরীরে এখনও করোনার অস্তিত্ব রয়েই গেল।

সাইফের পরিবারের একাধিক সদস্যের করোনার উপসর্গ- ঠান্ডা ও জ্বর ছিল। নিরাপদ থাকতে শুরুতে মিরপুরের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি জাতীয় দলের এই ওপেনার। বাড়ির পাশের ধানমন্ডির ৪ নম্বর মাঠে হালকা অনুশীলন করেছিলেন তিনি। পরবর্তীতে সবার শেষে যোগ দেন ব্যক্তিগত অনুশীলনে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে ২৭ জনের ভেতর নাম নেই সাইফের। চলতি বছরের শুরুতে বাংলাদেশের শেষ দুটি টেস্ট সিরিজের দলে ছিলেন তিনি। তাই ধারণা করা হচ্ছিল, আগেভাগে সেরে উঠলে ডাক পাবেন।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়